Advertisement

সুবিধাবঞ্চিত ম্রো আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ-২০১৯ |Disbursed of Educat Contents

সুবিধাবঞ্চিত ম্রো আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ-২০১৯ |Disbursed of Educat Contents আমার ক্ষুদ্র উদ্যোগে দুর্গম পাহাড়ের এলাকায় বসবাসরত ও সুবিধাবঞ্চিত জারুছড়ি ম্রো আদিবাসী গ্রামের স্কুলে পড়ুয়া গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ-২০১৯।

জারুছড়ি ম্রো গ্রাম অত্যন্ত দুর্গম। রাংগামাটি জেলা বিলাইছড়ি উপজেলাধীন ৪নং বড়থলি ইউনিয়নের অধীনে তাদের গ্রাম। বান্দরবান হইতে জারুছড়ি ম্রো গ্রামে পৌছাতে প্রায় ৭ ঘন্টারও বেশি হেটে যেতে হয়।

তাদের গ্রামে নিজেদের উদ্যোগে তৈরি করা স্কুলে পড়াশোনা করছেন জারুছড়ি ম্রো গ্রামের ছোট শিশুরা। তাদের স্কুলে নাই ভালো শিক্ষক, নাই ভালো একটা শিক্ষাপ্রতিষ্ঠান, নাই কোন চিকিৎসার ব্যবস্থা।

আমরা ডিসেম্বর ১৯ তারিখ ২০১৯ সালে তাদের গ্রাম উদ্দেশ্য রওনা হয় এবং ২০ তারিখ তাদের গ্রামে পৌছাই।

সেখানকার বসবাসরত ম্রো ও খুমী আদিবাসীরা সবাই হতদরিদ্র। সেখানে ম্রো ও খুমী আদিবাসী জনগোষ্ঠী মিলে বসবাস করেন। হতদরিদ্রতার কারণে অর্থের অভাবে তাদের ছেলে-মেয়েদের ভালো স্কুলে পড়াশোনা করাতে পারছেন না, ফলে সেখানকার বসবাসরত ম্রো ও খুমী আদিবাসীরা শিক্ষা দিক দিয়ে একেবারে পিছিয়ে রয়েছে।

তাই আমার নিজ উদ্যোগে তাদের গ্রামে হোষ্টেল স্থাপন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তাদের গ্রামে হোষ্টেল স্থাপিত হলে সেখানকার গরীব শিক্ষার্থীরা বিনামূল্যে বিনা খরচে হোষ্টেলে থেকেই পড়াশোনা করতে পারবে এবং শিক্ষার আলো অর্জন করবে বলে আমি আশাবাদী।

বিদ্রঃ এই ভিডিওটি ছিলো আমাদের পাহাড় ভ্রমণের স্মৃতি-২০১৯ এর ভিডিও পর্ব-৭।
বাকি পর্ব গুলো নিচে দেওয়া হলো👇


পাহাড় ভ্রমণের স্মৃতি ভিডিও পর্ব-৬

পাহাড় ভ্রমণের স্মৃতি ভিডিও পর্ব-৫


পাহাড় ভ্রমণের স্মৃতি ভিডিও পর্ব-৪


পাহাড় ভ্রমণের স্মৃতি ভিডিও পর্ব-৩

পাহাড় ভ্রমণের স্মৃতি ভিডিও পর্ব-২

পাহাড় ভ্রমণের স্মৃতি ভিডিও পর্ব-১

Subscribe my Channel 👇


Follow Me👇

Facebook I'd link:


Official Facebook Page:


Twitter I'd link:

Instagram I'd link:


Likee I'd link:



(ANTI-PIRACY WARNING⚠)

This content is copyright to "Reng Hai" channel. Any unauthorized
reproduction, redistribution or reupload is strictly prohibited from this material. Legal action will be taken Against those who violate the copyright of the following material presented!!

শিক্ষা,শিক্ষার আলো,অর্জন,টেকনোলজিস,Education,Technology,Architecture,Architect,Light Education,Educational Development,Education contents,Disbursed,Ethnic,Minority,School,Residents,Peace,

Post a Comment

0 Comments